স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরের হাইমচরের বাসিন্দা নয় বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী মনি বেগমকে গ্রেফপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে চাঁদপুরের হাইমচর থানা ও গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ বাড্ডায় এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ সন্তানকে রেখে শিশুটির বাবা অন্যত্র চলে গেছেন। পরে মা ফিরোজা বেগম শিশুটিকে মানুষের বাসায় কাজের জন্য দেন। এক বছর আগে হাইমচরের মোস্তফা সরদার নামের একজন শিশুটিকে গাজীপুরের জয়দেবপুরে জনৈক ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে নিয়ে যান। সম্প্রতি শিশুটি বাড়ি যাওয়ার জন্য গৃহকর্তা-গৃহকর্ত্রীর কাছে আবদার করে। এ কারণে তাঁরা শিশুটিকে প্রচন্ড মারধর ও নির্যাতন করেন। শিশুটি চাঁদপুরের হ্াইমচর উপজেলার নয়ানী গ্রামের মো. মন্টু মাতাব্বরের ৯ বছরের কন্যা গৃহকর্মী জান্নাতুল ফেরদৌস। ঢাকার গাজিপুর বিমানবন্দরে চাকরীরত মো. ওমর ফারুকের বাসায় ঝিয়ের কাজ করতো। বছরজুড়ে বর্বর অমানবিক নির্যাতন চালিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার পুরো শরীর।
চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে শিশুটির প্রতিবেশী হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে শিশু নির্যাতন দমন আইনে হাইমচর থানায় মামলা করেন। বৃহস্পতিবার ওমর ফারুক ও মোস্তফা সরদারকে গ্রেফতার করা হয়েছে। গৃহকর্ত্রী মনি বেগমকে গ্রেফপ্তারের মধ্য দিয়ে মামলার সকল আসামী গ্রেফতার হলো।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।