শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডে শেরেবাংলা ছাত্রাবাসে মাদক উদ্ধারে মডেল থান পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে মাদক স¤্রাট শাশীম (কেটলি)সহ দুইজনকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। বরিবার রাত ১টায় মডেল থানার ওসি তদন্ত আরিচুল হকের নেতৃত্বে এএসই আহসানুজ্জামন লাবু, নোমান সিদ্দীকী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় মাদক স¤্রাট শামীমের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ শেরেবাংলা ছাত্রবাসের সাইফুল পাটওয়ারীর ১১৩ নং কক্ষে অভিযান চালিয়ে ১শ’ পিচ ইয়াবাসহ চিত্রলেখা মোড়ের গিনি হাউজের স্বত্বাধিকারী মৃতঃ আব্দুল আজিজের মেঝ ছেলে শামীম ৩২ (কেটলি), প্রফেসার পাড়ার মাঝি বাড়ির জুলাস মাঝির ছেলে জসিম (২৭) কে আটক করে। পুলিশ শেরেবাংলা ছাত্রাবাসের ১১৩ নং কক্ষে প্রবেশ করার পর সাইফুল পাটওয়ার পুলিশের উপস্থিতি টের পেয়ে পারিয়ে যায় বলে পুলিশ জানায়। জানাযায় দীর্ঘদিন যাবৎ শামীম ও তার সহযোগী বিষ্ণুদী রোডের ভাড়াটিয়া নর্টবেঙ্গলের দুলাল ইয়াব ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক শেরেবাংরা হোস্টেলকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে রমরমা মাদক ব্যাবসা চালিয়ে আসছে। শামীম চিত্রলেখা মোড়ের পঞ্চমতলা ভাড়া নিয়ে দিনের বেলায় মাদক বিক্রয়র নিয়ন্ত্রন করতো ও রাতে শেনেবাংলা হোস্টেকে ব্যবহার করতো। গত শনিবার রাতে শেরেবাংলা হোস্টেলে পুলিশ অভিযান চালিয়ে তাদের না ধরতে পারলেও রবিবার রাতে অভিযান চালিয়ে সফল হয়। শিক্ষাঙ্গন থেকে মাদক নিমূল করে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হলে পুলিশের এ ধরনে অভিযান অব্যাহত রেখে মাদক বিক্রেতাদের গ্রেফতার করতে হবে বলে এলাকাবাসীর অভিমত। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ক্ইায়ুম জানান, চাঁদপুর থেকে মাদক সম্পূর্ন রুপে নিমূল করার লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে কোন ধরেনের আপোস নেই। মাদকসহ যেই গ্রেফতার হবে তাকেই আইনের আওয়াতায় আসতে হবে। আটকৃতদের গতকাল সোমাবর সকালে আদালতে প্রেরন করলে জেল হাজতে পাঠানো হয়।