মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন লামচরী গ্রামের ডাঃ সুখেন মলি্লকের বাড়িতে অতুল মলি্লকের ছেলে বিশ্বজিৎ মলি্লকের স্ত্রী নববধূ নিশিতাকে তার বাপের বাড়ি দেবিদ্বার উপজেলার চন্দ্র গ্রামে পাওয়া গেছে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, জনৈক ছেলের সাথে নিশিতা রাণীর প্রেমের সম্পর্ক রয়েছে বলে ঐ ছেলের সাথে সে পালিয়ে গেছে। তাকে তার পিতা জোরপূর্বক বিয়ে দেয়াতে এ ঘটনাটি ঘটেছে। তবে নিশিতার আত্মীয় স্বজনরা জানিয়েছেন, নিশিতার সাথে কোনো ছেলের সম্পর্ক নেই। তবে নিশিতা তার স্বামীর বাড়িতে আর ফিরে যাবে না।
মতলব দক্ষিণ অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, অতুল মলি্লকের ছেলে বিশ্বজিৎ মলি্লক মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সে প্রেক্ষিতে নিশিতার বাপের বাড়িতে খোঁজ নিয়ে তাকে সেখানে পাওয়া গেছে। উল্লেখ্য, গত ৬ মার্চ নিশিতা রাণীর বিয়ে হয় লামচরি গ্রামের অতুল মলি্লকের ছেলে বিশ্বজিৎ মলি্লকের সাথে। ৭ মার্চ রাতে শ্বশুর বাড়ি থেকে নববধূ নিশিতা রাণী (২৬) পালিয়ে যায়।