স্পোর্টস রিপোর্ট ঃ এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম ম্যাচেই চমক দেখালেন তামিম ইকবাল । ঝোড়ো ইনিংস খেলে নিজের সামর্থ্যের পরিচয় বেশ ভালোমতোই দিয়েছেন তামিম ইকবাল । দুর্দান্ত ব্যাটিংয়ে তাঁর দল ওয়াম্বা ইউনাইটেডও পেয়েছে ৯ উইকেটের এক বিশাল জয়।৬৭ বলে ৯৩ রানের খেলেন তিনি
তামিমের দল ওয়াম্বা ইউনাইটেডকে জয়ের জন্য ১৮০ রানের দুরূহ লক্ষ্যমাত্রা বেঁধে দেয় উথুরা রুদ্রাস। তামিম ইকবাল ও আরেক ওপেনার কামরান আকমলের উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ১৭৬ রান। ১৯তম ওভারে জয়ের জন্য যখন আর মাত্র চারটি রান দরকার, তখন সাজঘরে ফেরেন আকমল। পরের ওভারের দ্বিতীয় বলে ছয় মেরে জয় এনে দেন তামিম। প্রতিপক্ষ আরও কয়েকটি রান বেশি করলে হয়তো শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ইতিহাসের প্রথম সেঞ্চুরির কৃতিত্ব তামিমেরই হয়ে যেত। কারণ, জয় তুলে নেওয়ার পরও হাতে ছিল আরও চারটি বল। ৬৭ বলে ৯৩ রানের ইনিংসে সাতটি চার ও ছয়টি ছয় মেরেছেন তামিম ইকবাল।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।