ভ্রাম্যমান প্রতিনিধি =
১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টা হরতালের ৩য় দিনে ষোষেরহাট মিয়ার বাজার এলাকা হরতালে সমর্থনে সড়কে টায়ারে অগ্নিসংযোগ দিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং করে পিকেটাররা। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ষোষের হাট থেকে চাঁদপুর জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক এম এ ইউসুফ মিঠু মিয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়ে মিয়ার বাজার এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নোয়াব আলী, বিল্লাল পাটওয়ারী, মাহবুব গাজী, আরিফ গাজী, বিল্লাল গাজী, মাসুদ গাজী, লিটন মুন্সিসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এসময় নেতৃবৃন্দরা বলেন, বিএনপি কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারে প্রতিবাদ ও নির্দলীয় সরকারের দাবি আদায়ে ১৮ দলীয় জোটের সকল নেতাকর্মীরা ঐক্যবন্ধ হয়ে রাজপথে থেকে সংগ্রাম করে যাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। হরতার চলাকালীন সময় পিকেটাররা বেশ কয়েকটি গাড়ী ভাংচুর ও টায়ারে অগ্নি সংযোগ করে এবং রাস্তায় বেশ কয়েকটি গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায়।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।