শওকত আলী ॥
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল না করার দাবীতে চাঁদপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখা।
শুক্রবার (২৫ মার্চ) বাদ জুম’আ চাঁদপুর শহরের শপথ চত্বরে হাজার হাজার মুসল্লীর অংশ গ্রহনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লেয়াকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুফতী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এস.এম. আনোয়ার হোসেন, মুফতী ফারুক মোঃ নোয়াইন, মুফতী মাহবুবুর রহমান, মুফতী ওয়ালী উল্যাহ, মাওলানা তোফায়েল হোসেন ও মাওলানা কবির আহম্মেদ প্রমূখ।
বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। কোটি কোটি মুসলমানের এই দেশের প্রাণের দাবী যেন সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল রাখেন। রাষ্ট্র ধর্ম ইসলাম যেন কোন ভাবেই বাদ না পড়ে এই জন্য বক্তারা হাইকোর্টের প্রধান বিচারপ্রতির নিকট আহবান জানান।
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শপথ চত্বর থেকে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সংবিধান থেকে যেন রাষ্ট্রধর্ম ইসলাম বাদ না দেওয়া হয়, এই কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা মুফতলী সিরাজুল ইসলাম।