স্টাফ রিপোটার ঃ
সংযুক্ত আরব আমিরাত ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় এবং আনোয়ারা সোলায়মান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আলগী গ্রামের তপাদার বাড়ী প্রাঙ্গণে গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয় । শুক্রবার বিকেলে সাবেক এমপি ও আনোয়ারা সোলায়মান ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব রাশেদা বেগম হীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুস্থদের মাঝে এ ইফতার বিতরণ করেন । এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনোয়ারা সোলায়মান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ইসমাইল তপাদার কাঞ্চন, প্রাক্তন চট্রগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মজুমদার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদী ,মতলব উত্তরের জনতা ব্যাংক কালীপুর বাজার শাখার ম্যানেজার আব্দুল কাদের হাজরা,কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রায়হান আক্তার সুরমা,প্রাক্তন ইউপি মেম্বার আবু রাসেল মোঃ হানিফ (রাজু) তপাদার প্রমুখ । অনুষ্ঠানে প্রায় ২০০ জন গরীব ও সুস্থ পরিবারের মাঝে এ ইফতার বিতরণ করা হয় । অনুষ্ঠানে সাবেক এমপি ও আনোয়ারা সোলায়মান ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, প্রতি বছর সংযুক্ত আরব আমিরাত ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় চাঁদপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে গরীব ও সুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ,কোরবানীর গরুর মাংস,ঈদ সামগ্রী বিতরণ করে করছি । আশা করি আগামীতে এ ধারা অব্যাহত থাকবে । আমি রাজনীতি করি মানুষের জন্য । এ জন্য বিশেষ করে রমজান কিংবা ঈদের সময় গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা চেষ্টা করি । অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনোয়ারা সোলায়মান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল রুশদী বলেন, সংযুক্ত আরব আমিরাত ওয়েল ফেয়ার এসোসিয়েশন প্রতি বছরই চাঁদপুরের বিভিন্ন স্থানে অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে । সেই সাথে উক্ত ফাউন্ডেশনও সর্বদা মানুষের সেবায় নিবেদিত । ইতিমধ্যে আনোয়ারা সোলায়মান ফাউন্ডেশনের উদ্যোগে সেবামূলক নানা কর্মসূচী পালন করে আসছি । আগামীতে অনেক উদ্যোগ নেয়া হবে । এ ব্যাপারে সবার সহযোগিতা চাই ।