চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্জ মিজানুর রহমান কালু ভুইয়ার ওপর একদল অজ্ঞ্যাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত যখম করেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে শহরের বাগাদী রোডে ময়দারমিল এলাকায় তার ওপর এ হামলা চালানো হয়।
বর্তমানে তিনি২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, শুক্রুবার রাতে তিনি নিজ বাড়িতে যওয়ার পথে শহরের বাগাদী রোডে ময়দারমিল এলাকায় একদল অজ্ঞ্যাত সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা লোহার রড দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আঘাতে তার মাথা রক্তাক্ত যখম হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত আলহাজ্জ মিজানুর রহমান কালু ভুইয়াকে দেখতে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্জ ওচমান গণী পাটওয়ারী, জেলা বি এনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।