সম্পাদকের ঈদ শুভেচ্ছা
দোস্ত দুশমন আজ হাত মেলানোর দিন, ভুলে যাও পূর্বের গ্লানী আর মিথ্যা অহংকার। তোর প্রেম দিয়ে জয় কর দেশের মানুষের মন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর যা দিয়েছে শিক্ষা, তার আলো ছড়িয়ে দাও এই বিশ্বদরবারে। দুঃখ ভুলে নতুন এক তারুন্য আমাদের প্রত্যাশা হউক সবার মুখে হাসি ফোটুক, বন্ধু যারা সাথে আছে শুভেচ্ছা তাদের এই পবিত্র ঈদে।
আমি চাঁদপুর নিউজের সকল পাঠক, শুভানুধ্যায়ী, রিপোর্টার, উপজেলা প্রতিনিধিবর্গকে জানাই ঈদের শুভেচ্ছা। সবার জীবনে ঈদ বয়ে আনুক এক অনাবিল সুখ ও প্রশান্তি । ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক !
ডাঃএস,জামান পলাশ
সম্পাদক
চাঁদপুর নিউজ