স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রথম আলো জেলা চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের বকুল বাগস্থ বাসা থেকে তার ছোট ভাই নুরুল আমিন খান আকাশের ব্যবহত নীল ও কালো রঙের একটি পালসার (চাঁদপুর-ল ১১-১৫৬৭) নাম্বারের মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে। আজ শনিবার ভোর চারটা ১৮ মিনিটের সময় একজন মুখোশধারী চোর মোটর সাইকেলটি নিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম পাশের পেছনের গেইট দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভোর সাড়ে ৬টায় চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় রাতে নুরুল আমিন খান আকাশ থানায় অপ্সাত ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন,আমরা ওই বাড়িতে থাকা চুরির দৃশ্য সিসি ক্যামেরায় দেখে চোরকে চেনার ও ধরার চেস্টা করছি। এ বিষয়ে কোনো তথ্য পেলে চাঁদপুর মডেল থানার ওসির ০১৭১৩৩৭৩৭১২ নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।