স্টাফ রিপোটার ঃ চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী বাজারস্থ হাজী ছমির উদ্দিন ক্বারী ওয়াকফ এষ্টেটের (ইসি নং ১৬৫৬১ ) ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে পুনরায় মনোনীত করা হয়েছে । এ নিয়ে ২য়বারের মত সাংবাদিক সোহেল রুশদী উক্ত এষ্টেটের সভাপতি মনোনীত হলেন ।
বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় স্মারক নংও:প্র:/কুমি:/৩৩৯ তারিখ ৩১/৭/২০১৬ এর সহকারী প্রশাসক মোঃ আব্দুল কুদ্দুছের স্বাক্ষরিত এক পত্রে উক্ত এষ্টেটের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয় । আগামী ৩ বছরের জন্য উক্ত এষ্টেটের কমিটির অনুমোদন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি অধ্যক্ষ শাহতলী কামিল মাদ্রাসা,মোতওয়াল্লী আব্দুল বারেক ক্বারী,সদস্য মোশাররফ হোসেন তালুকদার,সদস্য ক্বারী আব্দুল ওয়াদুদ,সদস্য মোঃ মজিবুর রহমান (বাবুল ) ক্বারী,সদস্য আব্দুর রশিদ খান,সদস্য মোঃ নুরুজ্জামান খান বাবলু,সদস্য ইউপি মেম্বার মোঃ সফিক ক্বারী,সদস্য মোঃ রফিক ক্বারী,সদস্য মোঃ খোকন ক্বারী । জানা গেছে, দীর্ঘকাল পর উক্ত ওয়াকফ এষ্টেটে প্রথমবার সোহেল রুশদী সভাপতির দায়িত্ব নেয়ার পর গত ১৩ ডিসেম্বর ২০১৪ সালে শাহতলী বাজারের উক্ত জায়গায় একটি আধুনিক মার্কেট নির্মান করেন । এ নিয়ে শাহতলীবাজারে এবং এলাকায় ব্যাপক প্রশসিংত হন । সাংবাদিক সোহেল রুশদী এ ছাড়াও বিজয় টিভির স্টাফ রিপোটার,সাপ্তাহিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক,জাতীয় দৈনিক খবরপত্রের স্টাফ রিপোটার,শাহতলী কামিল মাদ্রাসার গভনির্ং বডির সহসভাপতি,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি , ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি,৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপুর্ন পদে অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন ।