মোঃ জামাল হোসেন ॥
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহ-ধর্মীনি রুবি ইসলামের মৃত্যুতে শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শোক সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে এ শোক সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও সহ-প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফয়সাল আহমেদ।