মিজানুর রহমান রানা
যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছি, আজ আমি তাদের স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুকে, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, আর আমি বদরুন নাহার এই স্টেজে উঠে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আজ আমি স্মরণ করছি, কাজী নজরুল ইসলামকে। যিনি লেখার মাধ্যমে আমাদের সমাজে পরিবর্তন, দেশের অবস্থান ও স্বাধীনতাকে জাগিয়ে তুলেছিলেন। দেশ গড়ায় তাঁর অবদান রয়েছে।
আজ চাঁদপুরে আমাদের সবার প্রিয় হারুন আল রশিদ যে ইলিশের উৎসব শুরু করেছেন, তাঁকেও আমরা স্মরণ করতে চাই তার কর্তব্যে, কাজে ও সামাজিক অবদানে। হারুন আল রশিদ চাঁদপুরে যে ইলিশ উৎসব শুরু করেছিলেন, তাতে তিনি চাঁদপুরের মাটি ও মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। তিনি চাঁদপুরের মাটি ও মানুষকে ভালোবেসে চাঁদপুরের ঐতিহ্য ইলিশ রক্ষায় উদ্যোগ গ্রহণ করেছেন ইলিশ উৎসবের। ফলে এই ঐতিহ্যবাহী ইলিশ রক্ষায় আজ আমরা সোচ্চার হচ্ছি, জাটকা নিধনে নিরুৎসাহী হচ্ছি। ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদকে আমি সেজন্যে ধন্যবাদ জানাচ্ছি। পদ্মা মেঘনা বিধৌত চাঁদপুর। সাংস্কৃতিক উৎসবের শহর চাঁদপুর। সেই সাংস্কৃতিক উৎসবের শহর চাঁদপুরে আজ ইলিশ নিয়ে উৎসব হচ্ছে। এই ইলিশ উৎসব চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। যা আজ জাতীয় উৎসবে পরিণত হতে চলছে। ছয় দিনব্যাপী গ্রামীণফোন ইলিশ উৎসবের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. বদরুন নাহার চৌধুরী এসব কথা বলেন।
বুধবার বেলা ২টায় ‘খ’ বিভাগের নির্ধারিত সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের ২য় দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বিকেল ৫টায় শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় বনাম মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বিকেল সাড়ে ৫টার উৎসবের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. বদরুন নাহার চৌধুরী। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা। চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. কামরুজ্জামান মিণ্টু, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক অনুপমা ও চাঁদপুর জমিনের প্রকাশক ও সম্পাদক অ্যাড. রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সন্ধ্যা ৬টায় সনক-মতলব এর আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, বিশিষ্ট আইনজীবী অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, ছাত্রনেতা ও সমাজসেবক মো. ইব্রাহিম কাজী জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিশ উৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব শহীদ পাটওয়ারী। রাত ৮টায় স্বপ্নকুড়ি চাঁদপুরের নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।