সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা,
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ছোট ভাই সাঈদ ইস্কান্দারের মৃত্যুতে শোক প্রকাশ করেন, হাজীগঞ্জ-শাহ্রস্তি ও চাঁদপুর-৫ চার চার বারের এমপি এম.এ মতিন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৭ ঘটিকায় হাজীগঞ্জ পূর্ব বাজার বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শোক প্রকাশ ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবুল কাশেম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মজুমদার, বিএনপি নেতা মুসলিম সর্দার, ৮নং পূর্ব হাটিরা ইউনিয়ন বিএনপির সভাপতি শিব্বির পাটওয়ারী, বিএনপি নেতা মনির হোসেন ভূইয়া, যুব নেতা আব্দুল আউয়াল, বিল্লাল হোসেন, আব্দুল লতিফ, পৌর ছাত্রদলের সভাপতি কবির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ সিদ্দিকী, ছাত্রনেতা পরান, ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, সজীব, হান্নান তালুকদার ও সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহ্ফিল পরিচালনা করেন, টোরাগড় পূর্ব পাড়া জামে মসজিদের সহকারী ইমাম ক্বারী মাওলানা বিল্লাল হোসাইন আল-ক্বাদেরী। শোক সভা ও মিলাদ মাহ্ফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।