আলমগীর হায়দার খান চাঁদপুর-৪ (সাবেক চাঁদপুর-৬) ফরিদগঞ্জ আসনের ৪ বারের নির্বাচিত এমপি এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে নির্বাচনী এলাকা ফরিদগঞ্জের সর্বত্র এবং বিএনপির সকল পর্যায়ে নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক আলমগীর হায়দার খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। উল্লেখ্য, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আলমগীর হায়দার খান গত এক সপ্তাহ যাবৎ ওই হাসপাতালে আইসিইউতে কোমায় ছিলেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার
সাবেক এমপি আলমগীর হায়দার খান আর বেঁচে নেই। তিনি গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার অ্যাপোলো হাসপাতালে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না———- রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।