শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের অফিসে ব্যাপক তল্লাশী চালিয়েছে মডেল থানা পুলিশ। গত শনিবার গভির রাতে চাঁদপুর মডেল থানার এসআই ফিরোজ আলম, নূরুল হক এএসআই নন্দন সরকার, আহসানুজ্জামান লাবু সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফজলুর রহমান (২৬) নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের অফিসে প্রবেশ করতে না পেরে হ্যামারের সহায়তায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ভিতরে থাকা ছোট লক্ষিপুরের মোস্তফার ছেলে ফজলুর রহমানকে আটক করে। আটককৃত ফজলুর রহমান কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের ডিসের ব্যাবসার ক্যাবল নেটওয়ার্কের সংযোগ প্রদানকারির কাজ করে বলে জানাযায়। আজ রোববার দুপুরে তাকে চিত্রলেখার মোড়ে গাড়ী ভাংচুর অগ্নি সংযোগের ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে কোঠে প্রেরণ করে। উল্লেখ্য চাঁদপুর সদর উপজেলার ঘোসেরহাটে পেট্রোল বোমায় ট্রাকের হেলফার মোতালেব নিহত হওয়ার ঘটনায় ছাত্রদল নেতা ইব্রাহীম কাজী জুয়েলকে আসামী করা হয়। সেই মামলার সুত্র ধরে যৌথ বাহিণী ও মডেল থানা পুলিশ ইব্রাহীম কাজী জুয়েলের ষোলঘরস্থ বাসায় গত বৃহস্পতিবার গভির রাতে অভিযান চালায়। সে সময় ইব্রাহীম কাজী জুয়েল র্যাবের অভিযান ভেবে দ্রুত বাসা থেকে বের হওয়ার সিড়ি থেকে পড়ে গিয়ে এবং পুলিশের হাতে আটকের পর গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানোর পর পুলিশি হেফাজতে তিনি চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানাযায়। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।