প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলাধীন চাপিলা গ্রামে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নাম ভাঙ্গিয়ে গভীর নলকূপ বসানোর কথা বলে জনগণের কাছ থেকে টাকা নেয়ার সময় স্থানীয় জনগণ আমির হোসেন নামে এক প্রতারককে আটক করে।
গতকাল সকাল ১১টায় প্রতারক আমির হোসেন চাঁদপুর সদর উপজেলাধীন ৯নং বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামে গিয়ে গভীর নলকূপ বসিয়ে দিবে বলে স্থানীয় কিছু মানুষকে বলে সে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে মেকানিক হিসেবে চাকুরি করেন। সে বলে তার কাছে অনেক গভীর নলকূপ আছে, যেগুলো তিনি এই গ্রামে বসাতে চান এবং খরচ বাবদ ৫ হাজার টাকা চান। তার কথায় বিশ্বাস করে মোঃ মনির হোসেন (৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি) তাকে সরকারি খরচ বাবদ ৫ হাজার টাকা দেন। মনির হোসেন তার কাছ থেকে টাকার রশিদ চাইলে তিনি বিভিন্ন সন্দেহজনক ও বানোয়াট কথা বলতে থাকেন। এতে মনির হোসেনের সন্দেহ হলে তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ঢালী প্রতারক আমির হোসেনের কাছে গভীর নলকূপ এর বিভিন্ন কাগজপত্র চান। প্রতারক আমির হোসেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির স্বাক্ষর জাল ও ভূয়া কাগজপত্রাদী বের করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গভীর নলকূপের আরোও কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হয়। পরে আমির হোসেন তার প্রতারণার কথা চেয়ারম্যানের কাছে স্বীকার করেন। চেয়ারম্যান প্রতারক আমির হোসেনকে স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাইতে বলেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে স্থানীয় জনগনের নিকট ক্ষমা চান। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতারক আমির হোসেনের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।