স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সেনাবাহিনীর (অবসর প্রাপ্ত) সেলস্ ম্যানেজমেন্ট অফিসার, চাঁদপুর দলিল লিখক সমিতির সহ-সভাপতি, ছৈয়াল বাড়ি এলাকার আলী রাজা জামে মসজিদের সহ-সভাপতি ও বিপনীবাগ ম্যানস্ লুক জিম সেন্টারের প্রতিষ্ঠাতা শহিদুর রহমানের পিতা সোমবার রাত ১০ টা ৩০ মিনিটে কিডনি জনিত কাররে ঢাকা ক্যান্টানমেন্ট সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার বাদ আসর শহরের হাসান আলী সরকারি বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন চিশতীয়া জামে মসজিদের খতিব মাও. আহম্মদ ইল্লাহ। জানাজার নামাজ শেষে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টানমেন্ট থেকে আসা কিবরিয়ার নেতৃত্বে সেনা সদস্যরা মরহুমের কফিন সামনে রেখে সালাম ও সন্মান প্রদর্শন করেন।
জানাজার নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শফিউদ্দিন আহম্মদ, বাবুল খান, মোস্তফা খান ও মরহুমের ২য় ফেলে শহিদুর রহমান। পরে ছৈয়াল বাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর (অবসর প্রাপ্ত) সেলস্ ম্যানেজমেন্ট অফিসার ও চাঁদপুর দলিল লিখক সমিতির সহ-সভাপতি আব্দুল মতিন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রিয় বাংলাদেশ দলিল লিখক সমিতির সহ-সভাপতি খোরশেদ আলম বাবুল, সদস্য খাইরুল ইসলাম বিল্লালসহ চাঁদপুর দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ।