শওকত আলী ॥
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আয়াত উল্যাহ মজুমদার বলেছেন, সামাজিক কাজ করলে অন্যরাও কাজ করার জন্য উৎসাহিত হয়। ভালো কাজ মানুষের জন্য উদাহরণ হয়ে থাকে। মানুষের জন্য কাজ করার সুযোগ থাকলে তা করা দরকার। তিনি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন তাঁর পত্রিকার পরিবার নিয়ে যে আয়োজন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের আয়োজন সচরাচর হয় না। আমরাও এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত। তিনি ঢাকায় থাকলেও নিজ জন্মস্থানের মানুষদেরকে ভালোবেসে দুটি পত্রিকার পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সে জন্য তাকে মোবারকবাদ। তার এ ধরনের মহতী কাজে সকলের সহযোগিতা করা প্রয়োজন। দুই পর্বের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির সহধর্মীনি ও ঢাকা লিটল জুয়েলার্স নার্সারী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা হেলেনা বেগম লাকী, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাহিত্য একাডেমীর মহা পরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সিনিয়র সহকারী পরিচালক মো. এনায়েত উল্যাহ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, কর্মসংস্থান ব্যাংকের শাখা ম্যানেজার ও ফরিদগঞ্জের কৃতি সন্তান মো. আলী আক্কাছ মিজি, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার হাইমচর প্রতিনিধি মাহবুব আলম বাশার। বিশেষ অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, চাঁদপুরে অনেকগুলো পত্রিকা থাকলেও অনেকেই সাহস করে এই ধরনের ঈদপুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে সাহস পায়নি। স্থানীয় পত্রিকাগুলো খুবই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলছে। তারপরও চাঁদপুরের মানুষ স্থানীয় পত্রিকা পড়েন বিধায় পত্রিকাগুলো চলছে। দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার আয়োজনে এই ধরনের অনুষ্ঠান করায় পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ সকলকে ধন্যবাদ। পত্রিকার সম্পাদক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন আমার খুবই ¯েœহভাজন। সে ছোট বেলা থেকেই পরিশ্রমি এবং ধার্মিক। এ কারণে সে দুটো পত্রিকার সম্পাদক এবং সামাজিক বহু কাজে জড়িত এবং এগিয়ে যাচ্ছেন। তার সকল কাজে আমাদের সহযোগিতা থাকবে এবং মঙ্গল কামনা করছি। সকালে প্রতিযোগিতা পর্ব উদ্বোধন করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটা. মো. রেকানুজ্জামান রোকন। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মফস্বল সম্পাদক এম.এম. কামাল। দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা পরিবারের সদস্যদের মধ্যে শিশু, পুরুষ ও নারীদের মধ্যে প্রতিযোগিতা পর্ব পরিচালনা করেন মাহবুব আলম বাশার। শিশুদের মধ্যে কবিতা, বিস্কুট দৌড় ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। নারীদের মধ্যে চেয়ার দখল ও পুরুষদের মধ্যে বালিশ বদল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের সহধর্মীনি ও পত্রিকার সহকারী সম্পাদক তাছলিমা জামান, সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, আমন্ত্রিত অতিথি মো. এনায়েত উল্যাহ এর সহধর্মীনি আমেনা সুলতানা, পত্রিকার বিশেষ প্রতিনিধি মনির হোসেন সজীব, স্টাফ রিপোর্টার বাবু আলম, পারভেজ রহমান, মতলব দক্ষিণ প্রতিনিধি নুরুল ইসলাম সরকার, উত্তর প্রতিনিধি ইসমাইল খান টিটু, ফরিদগঞ্জ প্রতিনিধি মাছুম তালুকদার, শহর প্রতিনিধি ইমাম হাসান গাজী, আমন্ত্রিত অতিথি ও পত্রিকা পরিবারের সদস্যবৃন্দ।