স্টাফ রিপোর্টার:॥ দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন সার্টিফিকেট সর্বস্ব নয়, আলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের অনুপ্রানিত করতে হবে। শিক্ষাঙ্গন গড়তে শিক্ষক, ছাত্র, অবিভাবক সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (৭ জানুয়ারী) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সন্তানদের লেখাপড়া, চলাফেরা, সঙ্গী নির্বাচন ও সঠিক পথে রাখতে অবিভাবকদের সচেতন হতে হবে। নিজের সন্তানদের ভবিষ্যৎ গড়তে ব্যবসা বাণিজ্য, চাকরী বাকরীর পাশাপাশি সন্তানদের আরও অধিক সময় দিতে হবে। মন্ত্রী বলেন, উন্নতি অগ্রগতির সকল অন্তরায় পরাভূত করে আওয়ামীলীগ সরকার এগিয়ে যাচ্ছে যাবে। সকলের সহযোগিতায় বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
অনুষ্ঠানের আহবায়ক চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি, নুরজাহান বেগম মুক্তা এমপি, আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান। অনুষ্ঠানে সাবেক কৃতি শিক্ষার্থী ডা. আঃ গফুর, মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আমিন, সাবেক এমপি শফিকুর রহমান কিরন, সমাজ সেবক মহীউদ্দিন পাটওয়ারী, ডাক্তার তাহমিনা আক্তারসহ সাবেক গুণী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়।