প্রতিনিধি
যে শিক্ষার মাঝে দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা নেই সে শিক্ষা সুশিক্ষা হতে পারে না
মেয়র নাছির উদ্দিন আহাম্মেদ
দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-এ স্লোগানকে সামনে রেখে গড়ে উঠা চাঁদপুর সিইআই পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠান ২০১৪ অনুষ্ঠিত হয়। গতকাল ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় চাঁদপুর শহরের ষোলঘরস্থ ডিসি অফিসের বিপরীতে অবস্থিত পলিটেকনিক ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর যথেষ্ট গুরুত্বারোপ করেছেন। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, জীবনের সাফল্য বয়ে আনতে হলে প্রয়োজন সুশিক্ষা আর দেশপ্রেম। যে শিক্ষা অর্জনের মাঝে দেশপ্রেম নেই, মানুষের প্রতি ভালোবাসা নেই সে শিক্ষা সুশিক্ষা হতে পারে না। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে আরো বলেন, তোমরা শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। এই কর্মজীবন অত্যন্ত সহজ আবার অত্যন্ত কঠিন। এই কর্ম জীবনের লক্ষ্য থাকতে হবে মানুষের সেবা করা। এই মাটি আমার মা। মাকে যেমন ভালোবাসি তেমনি আমার দেশের মাটিকেও ভালোবাসতে হবে। হৃদয়ে দেশপ্রেম থাকতে হবে। দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। তাহলে এ দেশের উন্নতি হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া এ দেশ। এ দেশের স্বাধীনতা অর্জনে বাঙালি অনেক রক্ত দিয়েছে। তাই যারা এ দেশের সঙ্গে বেঈমানী করতে চায়, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে চায় তারা মানুষ নয়। তারা সমাজের শত্রু, দেশের শত্রু। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ দেশের মানুষ না খেয়ে নেই, অভাবে নেই, সকলেই কর্ম করছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখা আমাদের সকলের কর্তব্য।
সিইআই পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শাহ আলমের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, চাঁদপুর টিএসসির অধ্যক্ষ মোঃ সোলায়মান ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইনস্টিটিউটের ছাত্র মোঃ আঃ কাদের ও পবিত্র গীতা পাঠ করেন প্রতিষ্ঠানের ছাত্র তন্ময় দাস জয়।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহআলম। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন মোঃ শাহাদাত হোসেন খান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিনিয়র ছাত্র-ছাত্রীরা নবাগত ছাত্র-ছাত্রীদেরকে ফুলের স্টিক প্রদানের মাধ্যমে বরণ করে নন এবং অতিথিদের পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ। নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আমন্ত্রণপত্র পাঠ করেন প্রতিষ্ঠানের ছাত্র তৌহিদুল বিন হাসান এবং কৃতজ্ঞতা স্বীকার পূর্বক বক্তব্য রাখেন ছাত্র কুদ্দুছ মিজি ও আঃ আজিজ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এবিএম পলাশ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।