স্টাফ রিপোর্টার
সিএনজি স্কুটার চালককে ইফতার খেতে দিয়ে গাড়ি নিয়ে পালিয়েছে গাড়িতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারী। ঘটনাটি ঘটে গত বুধবার ইফতারের সময়। গাড়ির চালক মোঃ জাহাঙ্গীর ডাক্তার (৩১) ইফতার খাওয়ার সাথে সাথে অচেতন হয়ে পড়েন। রাতে স্থানীয় লোকজন মহামায়া ব্রিজের কাছ থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।
সিএনজি স্কুটার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রিপন হোসেন জানান, বুধবার বিকেলে চাঁদপুর শহর থেকে যাত্রী নিয়ে জাহাঙ্গীর বলাখালের উদ্দেশ্যে রওয়ানা করে। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার সাথের অন্যান্য গাড়ি চালক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে জানায়। গতকাল বৃহস্পতিবার সকালে তারা মহামায়া হাজীগঞ্জ এলাকায় দলবল নিয়ে খোঁজাখুঁজি করে। পরে জানতে পারে কে বা কারা যেনো অজ্ঞাত পরিচয়ে তাকে এনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরে নি। তার বাড়ি পুরাণবাজার মধ্য শ্রীরামদী কবরস্থান রোড এলাকায়। খালতো ভাই হেলাল ফরাজী গাড়ির মালিক। ছদ্মবেশে যাত্রীসেজে তাকে নেশাজাতীয় ইফতার খেতে দিয়ে গাড়ি নিয়ে পালায় ওই ছিনতাইকারী।