স্টাফ রিপোর্টার:
সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে চাঁদপুর শহর। শহরবাসীর নিরাপত্তা বাড়াতে পুলিশ বিভিন্ন স্থানে কোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করবে বলে জানা গেছে। ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। শহরে একের পর এক দেশীয় অস্ত্রের মহড়ায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে প্রায়ই কেঁপে উঠছে শহরের বিভিন্ন এলাকা। জনমনে ভয়ভীতি বৃদ্ধিসহ সম্পদহানির পাশাপাশি হতাহতের খবরে হতবাক হয়ে পড়ছে অনেকে। এসব কারণে চাঁদপুর শহরের ১২টি স্পটে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জনমনে আতঙ্ক রোধের পাশাপাশি সন্ত্রাসীরা যাতে সাধারণ মানুষের সম্পদহানি করতে না পারে সে জন্যই সিসি ক্যামেরার আওতায় শহরকে নিয়ে আসা হচ্ছে। এছাড়া অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রের মাধ্যমে শহরে দাঙ্গা-হাঙ্গামার পর কোনো না কোনো রাজনৈতিক দল কিংবা নেতাদের আশ্রয়ে চলে যায়। ফলে আইন-শৃঙ্খলা বাহিনী যেমন অসহায় হয়ে পড়ে, তেমনি সাক্ষী-প্রমাণের অভাবে অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তারা। আর এ কারণেই প্রতিনিয়ত দেশীয় অস্ত্রের ঝনঝনানি শহরবাসীকে ভীত করে তুলছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান জানান, শহরের দেশীয় অস্ত্রের মহড়াসহ ছোটখাটো অপরাধীদের চিহ্নিত করতে ১২ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ঢাকায় পুলিশের মহাপরিদর্শকের অফিসে চিঠি পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে।
তিনি আরও জানান, চাঁদপুর শহরের ১২টি স্পট ছাড়াও উপজেলার প্রত্যেক থানার নিরাপত্তার জন্যও ক্যামেরা চাওয়া হয়েছে। তবে চাঁদপুর শহরের ১২টি স্পট সিসি টিভি মনিটরিংয়ে আসবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।