শাহরাস্তি প্রতিনিধি ॥
বছরের প্রথম দিনে সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১ জানুয়ারী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক একেএম সানা উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলী হোসেন মন্টু, মোঃ আলমগীর কবির মিলন, মাওলানা দেলোয়ার হোসেন নেছারী, মাওলানা ইমাম হোসাইন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও এলাকার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম সাইফুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, প্রত্যোক শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। বিদ্যালয় ছুটির পরে বাহিরে কোন আড্ডা না দিয়ে বিদ্যালয়ের রুটিন অনুযায়ী সঠিকভাবে শিক্ষার্থীদের পড়ালেখা করার আহবান জানান।