কচুয়া প্রতিনিধি-
গতকাল ৮ অক্টোবর দুপুরে শাহরাসত্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইনের নেতৃত্বে সূচীপাড়া বাজারে গড়ে উঠা অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়।
জানা যায়, ৩৯৬ নং সূচীপাড়া মৌজার ৮৭১ দাগে ১নং খাস খতিয়ানভুক্ত ৩৫ শতক সম্পত্তির মধ্যে ৩ শতক জায়গায় মার্কেট তৈরি করেন স্থানীয় ইকবাল হোসেন গং। উপজেলা ভূমি অফিস কর্তৃক স্থাপনা উচ্ছেদের নোটিস করা হলে তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় গতকাল বুধবার এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কানুনগো আবদুলস্না আল মাহমুদ, সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলাম, ভূমি অফিসের নাজির মোঃ জাহাঙ্গীর আলম ও শাহরাসত্দি মডেল থানার পুলিশ ফোর্স।