শওকত আলী।
চাঁদপুরে বিআইডব্লিউটিএ’র গাফিলতিতে সেফটি ট্যাংকে পড়ে আছমা আক্তার পাখি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুরের হরিণা ফেরিঘাটে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে প্রচ- ক্ষোভ বিরাজ করছে। তারা বিআইডব্লিউটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ এবং শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, হরিণা ফেরিঘাট এলাকার বিআইডব্লিউটিএ’র মাঠে প্রতিদিনই স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করে। ঘটনার দিন মঙ্গলবার সকালে স্থানীয় আলমগীর হাওলাদারের ৩ বছরের মেয়ে আছমা আক্তার পাখি অন্যান্য শিশুদের সাথে ঐ মাঠে খেলা করছিল। সবার অজান্তে সে বিআইডব্লিউটিএ’র সেফটি ট্যাংকে পড়ে যায়।
পরে খোজা-খুঁজি করতে গিয়ে তাকে সেফটি ট্যাংঙ্কের ভেতরে দেখতে পায়। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়। এ খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় স্থানীয় মেম্বার মহসিনসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ১৫ বছর আগে হরিণা ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটি’এর স্থাপনাগুলো নির্মাণ করা হয়। ঐ সময় সেফটি ট্যাংকের ঢাকনা থাকলেও তা ভেঙে যায় বেশ কয়েক বছর আগে। বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের একাধিকবার বলা হলেও তারা তা’ মেরামত করেনি। ফলে বিআইডব্লিউটি’এর গাফিলতির কারণে পাখি নামের অবুঝ শিশুটি মারা যায়। স্থানীয়রা ওই ঘটনায় নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের অপসারণ দাবি করেছেন।
হানারচর ইউপির মেম্বার লনী গাজী জানান, ইতোপূর্বে নৌ-পরিবহণমন্ত্রী শাহাজাহান খান বেশ কয়েকবার চাঁদপুর এসে হরিণা ফেরিঘাট এলাকার বিআইডব্লিউটিএর স্থাপনাসমূহ মেরামতের নির্দেশ দিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর আমি বিষয়টি জেনেছি। সেফটি ট্যাংকের ঢাকনাগুলো এলাকার লোকজন ভেঙে নিয়ে গেছে। তবে দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, হরিণা ঘাটে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার একরামুল হক ভূঁইয়াকে অপসারণ করা হবে।