গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকা কচুয়ার দক্ষিণ জনপদ রহিমানগরের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড় কোন জনসভায় এ প্রথম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি যোগদান করছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে সামনে রেখে রহিমানগরের ইসলামপুর এলাকায় সাজ সাজ বর বিরাজ করছে। জনসভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জানা গেছে, আগামী ১ ডিসেম্বর সোমবার দুপুরে কচুয়া উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসী আয়োজিত বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হয়ে যোগদান করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডঃ মোঃ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সহিদ উল্ল্যা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন, সহ-সভাপতি শাহদাত হোসেন মিয়া, কামরুন্নাহার ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী জাবের মিয়া ও উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন। এদিকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করতে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইসলামপুর গ্রামের কৃতী সন্তান অ্যাডঃ হেলাল উদ্দীন গত কয়েকদিন ধরে স্থানীয় আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা ও জনসভা সফল করা লক্ষ্যে কাজ করছেন। এ প্রসঙ্গে অ্যাডঃ হেলাল উদ্দীন বলেন, আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এ এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে কচুয়ার উন্নয়নের রূপকার জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীরকে প্রধান অতিথি করে ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। আমার আশা ও বিশ্বাস কোন ধরনের প্রতিকূলতা কিংবা বিপর্যয় না হলে এ জনসভায় হাজারো মানুষের সমাগম হবে। অপরদিকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করতে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিত থাকতে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।