আসন্ন রমজান উপলক্ষে সৌদি আরবের সব মসজিদে ইফতার ও ইতিকাফের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। গত শুক্রবার এক বিবৃতিতে ছবি তোলা ও লাইভ ভিডিও নিষিদ্ধ করে রমজানবিষয়ক ১০টি নির্দেশনার কথা জানান দেশটির ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ আল-আনজি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা যায়, রমজান মাসে মসজিদে ইফতারের আয়োজন করা যাবে। প্রতিদিন এশার পর তারাবি এবং শেষ ১০ দিন তাহাজ্জুদের নামাজ ও ইতিকাফের আয়োজন করা যাবে। ইতিকাফকারীদের সম্পর্কে সংশ্লিষ্টদের অবগত থাকতে হবে। কোনো ব্যক্তিগত অনুদান না সংগ্রহ করে মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ইফতারের আয়োজন করা যাবে। এ ক্ষেত্রে ইমাম ও মুয়াজ্জিন প্রধান তত্ত্বাবধায়ক হবেন।
বিবৃতিতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ে আজান দেওয়ার পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনরা যথাযথ দায়িত্ব পালন করবেন। তারাবির নামাজ ও দোয়া পরিচালনার ক্ষেত্রে মুসল্লিদের সুবিধা বিবেচনা করা, রমজানের শেষ ১০ দিনের শেষ রাতের তাহাজ্জুদের নামাজ ফজরের আজানের আগেই শেষ করতে হবে। নামাজের সময় ইমাম ও মুসল্লির ছবি তুলতে মসজিদে ক্যামেরার ব্যবহার এবং নামাজের ভিডিও ধারণ করে কোনো ধরনের যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হয়।
করোনা সংক্রমণরোধে দুই বছর মসজিদে ইফতার ও ইতিকাফ কার্যক্রম স্থগিত রেখেছিল সৌদি আরব। এরপর ২০২২ সালের রমজানে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ দেশটির সব মসজিদে রমজান মাসের কার্যক্রম শুরু হয়।