স্টাফ রিপোর্টার:
সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় কচুয়ার যুবক মো. আঃ জলিল (৪২) নিহত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়।
নিহত আঃ জলিল কচুয়ার কাদলা ইউনিয়নের উত্তর পূর্ব মনপুরা গ্রামের হাটখোলা বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। সে ১ ছেলে ও ২ মেয়ের জনক।
জানা যায়, সংসারের অভাব মোচনের জন্য ধার-দেনা করে আঃ জলিল সৌদি আরবের দাম্মাম শহরের একটি কোম্পানীতে পাইপ ফিটারের চাকরি নেন। অন্যান্য দিনের মতো শনিবার চাকরিস্থলে গিয়ে কাজ শুরু করেন তিনি।
রাস্তার উপরে পাইপ ও মেশিন নিয়ে কাজ শুরু করার পর একটি বাস দ্রুতগতিতে আসতে দেখে সবাই সরে গেলে সে মেশিন আনতে গিয়ে গাড়ির নিচে পড়ে যায়।
পুলিশ তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তার সাথের লোকজন মোবাইলে বাড়িতে ফোন করে দুর্ঘটনার খবর জানায়।
আঃ জলিলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী-সন্তান ও মা-বাবার গগণবিদারী চিৎকারে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। এখন স্বজনসহ এলাকাবাসী অপেক্ষা করছে জলিলের লাশ যেন দ্রুত দেশে আসে।