এম আর ইসলাম বাবু ॥
সৌদি গমনেচ্ছুকদের ভীড় নিয়ন্ত্রন করতে গিয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে আসার পর এক্সওে রিপোর্ট অনুযায়ী আঙ্গুল ভেঙ্গার কারনে আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার হাত ব্যান্ডেজ করা হয়।
সৌদি আরব সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিবে এই ঘোষণা পাওয়ার পর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রতিদিন সৌদি গমনেচ্ছুক ভিড় শত শত সাধারন মানুষের ভীড় জমাচ্ছে। গত ৯ ফেব্রুয়ারি সোমবার থেকে এ ভিড় পরিলতি হয়। গতকালও বৃহস্পতিবারও ছিলো উপচেপড়া ভিড়। গতকাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দরজা থেকে শুরু করে ২য় তালা হয়ে নিচতলায় প্রচন্ড ভীড় জমে সৌদি গমনেচ্ছুকদের। এক পর্যায়ে ভীড় বাড়তে থাকলে শহরের জেএম সেনগুপ্ত রোড পুরোটোই চলে যায় আবদন কারিদের দখলে।এ লাইন শহরের প্রধান সড়ক ওয়ান মিনিটের সামনে পর্যন্ত গিয়ে দাঁড়ায়। দেখা যায় ৩ থেকে ৪ টি লাইন হয়ে দাঁড়ানোর ফলে লাইনে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠভাবে যেন আবেদন কারিরা তাদেও পলম জমাদানের কাজটি করতে পারে সেই লক্ষে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম পুলিশ সদস্যদের পাশাপাশি নিজেও সরাসরি দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করতে গিয়ে তার উভয় হাতের দুটি আঙ্গুলে মারাত্মক চোট পায়। তাৎক্ষনিক তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে চিকিৎমকের পরামর্শ অনুযায়ী হাতের এক্সওে করালে একটি আঙ্গুল ভেঙ্গে গেছে বলে জানাযায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুর ইসলাম উপস্থিত থেকে অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম এর হাতে ব্যান্ডেজ কর্ েদেন। খবর পেয়ে চাঁদপুর প্রেসকাবের সভাপতি সহিদ পাটোয়ারী ও সাধারন সম্পাদক রহিম বাদশা, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে আসেন। কর্তব্যরত চিকিৎসক অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমকে কম পক্ষে ১ সপ্তাহ আঘাত প্রাপ্ত হাতটিকে নাড়াচাড়া না করার জন্য পরামর্শ প্র
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।