বাংলাদেশে বর্তমানে পরিবারে ঝগড়া-বিবাদ, কলহ সৃষ্টি হচ্ছে তার অন্যতম উৎসই হলো ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা’র বিভিন্ন সিরিয়াল নাটক। আর তাই একটি সুন্দর ভবিষ্যতের জন্যই বাংলাদেশে এই তিন চ্যানেলের সম্প্রচার দ্রুত বন্ধ করতে হবে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এমনই দাবি নিয়ে মানববন্ধন করেছেন, ‘জাগ্রত বিবেক’ নামে সামাজিক সংগঠনের কর্মীরা।
এ সময় তারা বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানের মান ভালো করার তাগিদও দেন। তারা উল্লেখ করেন, আমাদের দেশীয় অনুষ্ঠান-নাটক ভালো হলে ভারতীয় চ্যানেল দেখা মানুষের সংখ্যা এমনিতেই কমে আসবে। আর এতে কমবে পারিবারিক কলহের পরিমাণ।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতের চেয়ে আমাদের দেশে পারিবারিক কলহ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ ওই তিন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান। স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা’র অনুষ্ঠানের জেরে ইতোপূর্বে প্রাণও হারাতে হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশির। এছাড়া, দেশিয় সংস্কৃতিতেও বিরুপ প্রভাব ফেলছে এ চ্যানেলগুলো। তাই দ্রুত দেশে চ্যানেল ৩টির সম্প্রচার বন্ধ করা হোক।
বক্তারা দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোর মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের সংস্কৃতি টিকিয়ে রাখতে হলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোকেই। আমাদের নিজস্ব চ্যানেলের অনুষ্ঠানের মান ভালো হলে অন্য দেশের সংস্কৃতি ও টেলিভিশন দেখতে আমরা নিরাৎসাহী হবো এটাই স্বাভাবিক।