প্রতিনিধি
চাঁদপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ড এলাকার ৩নং কয়লা ঘাট বস্তিতে পাষণ্ড স্বামী স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের আড়ার সাথে ঝুঁলিয়ে রাখার খরব পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১০ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতে।
জানা যায়, কয়লা ঘাট এলাকার হাবিবউল্যাহ দর্জি বাড়িতে মতলব উত্তর উপজেলার কানুদী গাজী বাড়ি ইকবাল গাজী তার স্ত্রী রিনা বেগম ও তার দু’কন্যাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় বসবাস করতো। এর মধ্যে তাদের বড় মেয়ে জেসমিন আক্তারকে কয়লা ঘাট এলাকাই এক যুবকের সাথে বিবাহ দেয়। দীর্ঘদিন ধরেই ইকবাল গাজী ও তার স্ত্রী রিনা বেগমের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। বাড়ির লোকজন জানায়, এদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ইকবাল গাজী ঝগড়া বিবাদের সময় রিনা বেগমকে মারধর করতো। ঘটনার দিন রাতে ঝগড়া বিবাদের কোন সাঁড়াশব্দ পাওয়া যায়নি। তবে ইকবাল গাজী খুব ভোরেই বাড়ির লোকজন ঘুম থেকে উঠার পূর্বে যেই ঘরে থাকতো দরজা খুলে সে পালিয়ে যায়। পরে আটকানো দরজা দেখতে পেয়ে বাড়ির অন্যান্য লোকজন দরজা খুলে দেখতে পায়। রিনা বেগম মাটির মধ্যে হাটু ভাজ করা অবস্থায় ঘরের আড়ার সাথে কাপড় পেছিয়ে ঝুঁলে আছে।
এসময় মৃত রিনা বেগমের বড় মেয়ে জেসমিন আক্তার স্বামীর বাড়ি থেকে অন্যান্য দিনের মতো নদীতে পানি আনতে গেলে অপরাপর মহিলারা তাকে তার মায়ের ঘরে যাওয়ার জন্য বলে। জেসমিন আক্তার ছুটে এসে তার মা-কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ঝুলন্ত অবস্থা থেকে রিনা বেগম (৪৫)-এর নিথর দেহ নামিয়ে বিছানার মধ্যে শুইয়ে রাখে।
তবে ঘাতক স্বামী ইকবাল গাজীকে খোঁজার জন্য এলাকার লোকজন বিভিন্ন স্থানে অনুসন্ধান করে। কিন্তু ইকবাল গাজীকে কোথাও পাওয়া যায়নি। জানা যায়, ইকবাল গাজী চাঁদপুর শহরের পাল বাজারের কাঁচামালের আড়ৎ ঘরগুলোতে শ্রমিক হিসেবে কাজ করে। কিন্তু স্ত্রীকে হত্যার পর থেকে সে বাজারেও যায়নি। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর মডেল থানার পুলিশকে রিনা বেগমের মৃত্যুর বিষয়ে অবগত করলে পুলিশ পরিদর্শক তদন্ত আরিছুল হক, সেকেন্ড অফিসার মাহবুবুর রহমান মোল্লা ও পিএসআই প্রদীপ মুজমদার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। পুলিশ পরিদর্শক তদন্ত আরিছুল হক, পিএসআই প্রদীপ মুজমদার জানান মৃত রিনা বেগমের গলায় যে দাগ রয়েছে, তাতে প্রমাণিত হয় তার স্বামী ইকবাল গাজী শ্বাসরোধ করে তাকে হত্যা করে গলায় কাপড় পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুঁলিয়ে রেখেছে। এ ব্যাপারে মৃত রিনা বেগমের মেয়ে জেসমিন আক্তার মায়ের হত্যার ব্যাপারে মামলার প্রস্তুতি নিয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।