স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটের গাও গ্রামের স্ত্রী প্রথম স্বামীর সাথে চলে যাওয়ায় অভিমান করে দ্বিতীয় স্বামী জুটন খান (৪৫) গলায় ফাঁশ দিয়ে স্বামীর আত্বহত্যা করেছে। আজ রবিবার দুপুর আড়াইটায় ভাটের গাও গ্রামের খান বাড়িতে জুটন খানের নিজ ঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই জাকির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সন্ধ্যায় লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। জানা যায়, ভাটের গাও সলেমান খানের ছেলে জুটন খান তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শাহারাস্তি থানার অপরের স্ত্রী জেসমিনকে বিয়ে করে। গত ৩ মাস পূর্বে জেসমিন জুটনকে রেখে প্রথম স্বামীর কাছে চলে যায়। ঘটনার দিন দুপুরে জুটন তার শশুর বাড়ির লোকের সাথে মুঠোফোনে কথা বলে স্ত্রীর সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ফাঁশ দিয়ে আত্বহত্যা করে। এসময় হঠাৎ করে আড়া ভেঙ্গে নিচে পড়লে ধপাস করে আওয়াজ শুনতে পেরে তার বাড়ির পাশে বিল্ডিং এর কাজ করা রাজমিস্ত্রিরা ঘরে ঢুকে তাকে মৃত দেখতে পায়। পরে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারকে জানানোর পর তারা থানায় খবর দেয়। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে। এ ব্যপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।