চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু সহায়তা কেন্দ্রের ইনচার্জ এবং চাঁদপুর মডেল থানার এসআই প্রতিভা রানী বমর্ন শহরের বঙ্গবন্ধু সড়কে অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার প্রধান আসামী হাই জমাদার (৩০) কে আটক করেছে। আজ শনিবার দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে নারী এসআই প্রতিভা রানী বমর্ন সফল অভিযানে অবশেষে আসামীকে আটক করে।
জানা যায়,তরপুরচন্ডীর আলী জমাদারের ছেলে মাইক্রো চালক হাই জমাদার বাগাদীর পশ্চিম সকদি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জুলেখা বেগম (২০) কে বিয়ে করে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে। এ ঘটনায় জুলেখা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করে। মামলা নং ০৯ তাং ০৫/১১/২০১৫। সে মামলার প্রধান আসামী ঘটনার দিন দুপুরে বর যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে রওনা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বঙ্গবন্ধু সড়কে দাড়িয়ে থেকে মাইক্রোবাস তল্লাশী করে আব্দুল হাইকে আটক করে থানায় নিয়ে আসে। চাঁদপুরে এর পূর্বে কোন নারী এসআই এভাবে সাহসীকতার সাথে আসামী আটক করার ঘটনা ঘটেনি।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।