মতলব প্রতিনিধি
মতলব দক্ষিণে স্বামীর অনৈতিক কাজের প্রতিবাদ করায় এবং বাধা দেয়ায় স্ত্রীকে প্রাণ দিতে হলো। আর নিজ স্ত্রীকে হত্যা করে তার লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হতভাগ্য গৃহবধূর নাম হচ্ছে রোকেয়া বেগম। এ ঘটনার পর থেকেই স্বামী মমিন সরকার ও তার পয়কীয়া প্রেমিকা প্রবাসীর স্ত্রী শেফালী বেগম পলাতক রয়েছে। মতলব পৌরসভার টিএন্ডটি এলাকায় গত ১৮ মে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় নিহত রোকেয়ার ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইশপুর গ্রামের (বর্তমান টিএন্ডটি এলাকার স্থায়ী বাসিন্দা) সাবেক বিডিআর সদস্য মমিনুল হক মমিন সরকারের সাথে তাদেরই বাসার ভাড়াটিয়া মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের প্রবাসী শহীদ উল্যাহর স্ত্রী শেফালী বেগমের দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক গড়ে উঠে। তাদের উভয়ের মধ্যে অনৈতিক কার্যকলাপের ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার সালিস হয়েছে। এছাড়া মমিন সরকার সম্পত্তি ক্রয় করে দেয়ার কথা বলে প্রবাসীর স্ত্রীর সাথে কয়েক লাখ টাকার লেনদেন হয়েছে বলেও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়। টাকা লেনদেনের বিষয়টি মমিনের স্ত্রী রোকেয়া বেগম জানতে পেরে এবং তাদের উভয়ের মাঝে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা প্রকাশ হওয়ার পর থেকেই তাদের পারিবারিক কলহের সৃষ্টি হয়। ঘটনার আগের দিন রাতে ভাড়াটিয়ার বাসায় প্রবাসীর স্ত্রীর সাথে স্বামীর (মমিনের) অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেললে উভয়ের মাঝে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মমিন সরকার তার স্ত্রী রোকেয়া বেগমকে বেদম মারধর করে। এ ঘটনা জানতে পেরে টিএন্ডটি এলাকাসহ আশপাশের লোকজন ভিড় করে। পরদিন ১৮ মে সকালে স্ত্রী রোকেয়া বেগম মতলব দক্ষিণ থানায় গিয়ে স্বামী ও প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগটি তদন্ত না করার জন্যও বাদীনি মামলার তদন্তকারী কর্মকর্তাকে অনুরোধ করেছিলেন বলেও থানা পুলিশ সূত্রে জানা যায়।
এদিকে ঐ দিন সন্ধ্যায় মমিন সরকারের স্ত্রী রোকেয়া বেগম থানায় অভিযোগ করাকে কেন্দ্র করে তাদের বাসায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে রোকেয়া বেগমকে বেদম মারধর করে তার গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে বলে এলাকাবাসী সাংবাদিকদের জানায়। মমিন সরকারের বড় ছেলে নকিবের অভিযোগ, তার মাকে প্রবাসীর স্ত্রী শেফালী বেগম হত্যা করেছে। হত্যাকারী শেফালী বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
স্থানীয় এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, প্রবাসীর স্ত্রীর সাথে মমিন সরকারের অনৈতিক কার্যকলাপের ঘটনা ধামাচাপা দিতে এবং শেফালী বেগম ও নিহতের স্বামীকে পলায়নের জন্য জনৈক অসাধু সংবাদকর্মীসহ কতিপয় স্বার্থান্বেষী মহলকে ম্যানেজ করার জন্য মোটা অংকের টাকা লেনদেন হয়েছে। গতকাল ১৯ মে সোমবার নিহতের লাশ ময়না তদন্ত শেষে নিহতের বাবার বাড়ি চরনি লক্ষ্মীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার এসআই মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া নিহত রোকেয়া বেগম মৃত্যুর পূর্বেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।