
সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, করোনা ভাইরাস কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে, নিজে বাচুন, অন্যকেও বাঁচান।
আবু নঈম পাটওয়ারী দুলাল আরো বলেন,নিজেদের মনগড়া সভা-সমাবেশ থেকে বিরত থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন,দলীয় নেতা-কর্মী সবাই প্রশাসনকে সহযোগিতা করব, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে করোনা ভাইরাস প্রতিরোধে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেসব নির্দেশনা প্রশাসনের মাধ্যমে সকল জনপ্রতিনিধি ও জনগণকে যথাযথ ভাবে মেনে চলার পরামর্শ দেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/