মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক
বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪ টায় উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন ইউনিয়ন ভূমি ভারপ্রাপ্ত কর্মকর্তা শমশির আহম্মদ
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে ভূমি অফিস কার্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, সহকারী কমিশনার চাঁদপুর নিগার সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি সার্ভেয়ার আবু বকর সিদ্দিক, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহম্মদ রাজন, ফরিদগঞ্জ পৌর ভূমি কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম পাটোয়ারী, সহ সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
এসময় আয়োজকরা জানান, ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা।
এছাড়া স্মার্ট ভূমিসেবা বিষয়ে সকলকে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ বছরের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।