সদ্য স্নাতকোত্তাের শেষ করেছেন মেয়েটি। বিবেক-বুদ্ধিতে সে যথেষ্ট বুদ্ধিমতী। তবে সব কিছু বোঝার পরও নিজের বাবাকে পুলিশে দিলেন তিনি। পুলিশে ফোন করে মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে বললো, স্যার আমার বাবাকে জেলে দিন নইলে সে আমার মাকে মেরে ফেলবে।
একজন বাবা পরিবারের সকল কিছুর অভিভাবক। পরিবারের ভালো মন্দ সবকিছুই তিনি দেখেন। তবে কিছু বাবা অাছে যারা নিজের সন্তান, পরিবার এবং সমাজের কাছে তীব্র ঘৃণার পাত্র।
কতটুকু খারাপ আর নৃশংস হলে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেয় তার সন্তান। শুধু সন্তান নয় তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে তার পরিবার এবং গ্রামের সবাই।
আজ বিকাল ৪টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৭(ক) ধারা অনুযায়ী চাপাইনবাবগঞ্জের শওকাত জাহান (৫২) নামের ঐ আসামীকে দন্ড দেয়া হয়।
শওকাত জাহানকে তার নিজ বাড়ীর সামনে থেকে আনুমানিক ১ কেজি গাজাসহ আটক করা হয়। তার স্ত্রী, কন্যা এবং পুত্র তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়।
গ্রামবাসীর ভাষ্যমতে আসামী প্রতিদিন তার স্ত্রী সন্তানদের বেধড়ক পেটায়।
জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন। (source:bdlive)