ডিপ্লোমা ডিগ্রি নিয়ে হতে পারেন হোমিও ডাক্তার। চেম্বার ও ফার্মেসি দিয়ে বসতে পারেন কোনো ভালো স্থানে।
বিস্তারিত জানাচ্ছেন প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
দেশে যে সংখ্যক চিকিৎসক আছে, প্রায় ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তা যথেষ্ট নয়। অ্যালোপ্যাথিক চিকিৎসকের পাশাপাশি এ ঘাটতি কিছুটা হলেও পূরণ করছে হোমিও চিকিৎসকরা। খরচ কম, চিকিৎসা পদ্ধতিও সহজ বলে এ পদ্ধতির শরণাপন্ন হয় অনেক মানুষ।
এ পেশায় আসার জন্য খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না, যেকোনো বয়সেই শেখা যায় হোমিও বিদ্যা। হোমিও ডাক্তার হিসেবে সহজে ক্যারিয়ার গড়তে পারেন।তার আগে চাই ডিগ্রি
হোমিওপ্যাথির ওপর পড়াশোনার সুযোগ আছে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধিভুক্ত অনুমোদিত কলেজগুলোতে। দেশের বিভিন্ন জেলায় আছে ৪৪টি বেসরকারি হোমিও কলেজ। এসব কলেজে ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগ আছে।
ডিপ্লোমা কোর্স
ভর্তি চলিতেছে
*****************************
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
==============================
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
কোর্সের নাম মেয়াদ
ডি.এইচ.এম.এস (ডিপ্লোমা) ৪ বৎসর + ৬ মাস ইন্টার্নী
ভর্তির যোগ্যতা
****************
• ডি.এইচ.এম.এস (ডিপ্লোমা): যে কোন বিভাগ থেকে যে কোন সনে এস.এস.সি পাশ।
ভর্তির সময় ও প্রয়োজনীয় কাগজপত্র
***********************************
• ডি.এইচ.এম.এস কোর্সে প্রতি বছর জুন মাসে শিক্ষার্থী ভর্তি করা হয়। এস.এস.সি পরীক্ষার মার্কশীটের সত্যায়িত ফটোকপি, নাগরিক ও চারিত্রিক সার্টিফিকেট ও চার কপি রঙ্গীন সত্যায়িত ছবি।
সার্টিফিকেট
****************
• ডি.এইচ.এম.এস কোর্স শেষে বাংলাদেশে হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে ডিপ্লোমা কোর্স সম্পন্নের সার্টিফিকেট প্রদান করা হয়।
*************************************************************