ছোট শাহ্তলীতে ২ যুবককে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা
প্রধান আসামী মাদক সম্রাট জাকির
খানকে পুলিশে দিলো এলাকাবাসী
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ছোট শাহতলী গ্রামে মোবাইল চুরির ঘটনার প্রতিবাদ করায় দু যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী মাদক সম্রাট মোঃ জাকির খান (৪৫ ) পিতামৃত: আমিন খানকে পুলিশে দিলো ক্ষুদ্ধ স্থানীয় এলাকাবাসী । রবিবার সকাল ১০টায় ছোট শাহ্তলীর বটগাছতলা থেকে তাকে স্থানীয় জনগন আটক করে মডেল থানায় খবর দেয় । পরে মডেল থানার এসআই সোহাগ ঘটনাস্থল থেকে এ ঘটনার প্রধান আসামী মোঃ জাকির খানকে গ্রেফতার করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থাপন করে । আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয় । জানা গেছে, ঘটনার পর থেকে মামলার প্রধান আসামী জাকির খান গা ঢাকা দিয়েছিল । পরে ছোট শাহতলী বটগাছতলা এলাকায় তার উপস্থিতি টের পেয়ে স্থানীয় ইউপি মেম্বার মোঃ সফিক ক্বারী নির্দেশে ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুর রব মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ জসিম গাজী স্থানীয় জনগনের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হন । এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিক জানান, ঘটনাটি গুরুতর । আটক মামলার ১নং আসামী জাকির খানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে । পরবর্তীতে মামলা তদন্তসাপেক্ষে অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে রিপোট দেওয়া হবে । ঘটনাটি ঘটেছে ৫ জুলাই শুক্রবার দুপুরে ছোট শাহতলী গ্রমের খান বাড়িতে। মোবাইল চুরির ঘটনার প্রতিবাদ করায় ওইদিন ওই গ্রামের আজিম খানের ছেলে মোঃ হানিফ খান (২৫) ও তার চাচাতো ভাই আমির খানের ছেলে ফারুক খানকে (২২) ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে মাদক সম্রাট জাকির খান । কুপের আঘাতে হানিফ খানের ডান হাতটি শরীর থেকে আলাদা হওয়ার উপক্রম হতে দেখা যায়,এমন কি তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় বর্তমানে ঢাকা জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে বলে জানা গেছে। ঘটনার দিন রাতে এ ঘটনায় অভিযুক্ত জাকির খানকে প্রধান আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে । মামলা নং ১৫ তাং ৫.৮.১৬ খ্রি: ধারা ৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ।