কচুয়ায় আবদুল মান্নান হত্যা মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ ৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার দুপুর ২ টায় এ অভিযোগ গঠন করেন অতিরিক্ত দায়রা জজ মোঃ মামুনুর রশিদ।
জানা যায়, কচুয়ার তেতৈয়া স্কুল মাঠে ২০০৪ সালে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরসহ নেতা-কর্মীরা উপস্থিত হলে বিএনপি নেতা-কর্মীরা তাতে বাধা দেয়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুল মান্নান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ঘটনার পরপর মামলা না করা হলেও ২০০৬ সালে এ ব্যাপারে কচুয়া থাানার উপ-পরিদর্শক (এস আই) দুলাল মাহমুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়া হলে নিহত আবদুল মান্নানের স্ত্রী আমেনা বেগম না রাজি দিয়ে মামলাটি অধিকতর তদন্তের আবেদন করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবু। বাদী পক্ষের আইনজীবী অ্যাডঃ হেলাল উদ্দিন বিষয়টি নিণ্ডিত করে বলেন, সোমবার চার্জ গঠনের মাধ্যমে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয়। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ কামরুল ইসলাম, কাজী মোজাম্মেল হক ও মাইনুল ইসলাম প্রমুখ।