স্টাফরিপোর্টার: মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে মোট সাতজন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেয়। এর মধ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের প্রত্যেক ভোটে চার জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- মো: ইসমাইল হোসেন বকাউল বাচ্চু (৩০৪), মো: সাফিকুল হাসান (৩০১), মো: শাহজাহান মিজি সাগর (২৬৮) ও মো: শাহ আলম চৌধুরী মিন্টু (২৬০) ভোট পেয়ে নির্বাচিত হন। ব্যাপক উতসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত্ম একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অভিভাবকদের মোট ৮শ’ ৪৩ ভোটারের মধ্যে ৫শ’ ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনায় রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শইক্ষা অফিসার মো: নাজিম উদ্দিন। সহযোগীতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম মজুমদার ও সহকারি প্রধান শিক্ষক মো: নাছির উদ্দিন তপদারসহ অন্যান্য শিক্ষকগন।
অভিনন্দন
মতলব দক্ষিন উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মো: ইসমাইল হোসেন বকাউল (বাচ্চু), মো: সাফিকুল হাসান, মো: শাহজাহান মিজি (সাগর) ও মো: শাহ আলম চৌধুরী (মিন্টু) নির্বাচিত হওয়ায় তাদের আন্ত্মরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো: হারম্ননুর রশিদ মজুমদার ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
(প্রতিবেদনটি পাঠিয়েছেন মোঃ হাসান)
চাঁদপুর নিউজ সংবাদ