চাঁদপুর:
নাস্তিক ব্লগারদের শাস্তি, অপরাজেয় বাংলার পাদদেশসহ সারাদেশে ভাস্কর্য স্থাপনের নামে মূর্তি বানানো বন্ধ, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সহাবস্থান বন্ধ করাসহ ১৩ দফা দাবি আদায়ে হেফাজতে ইসলামের ডাকা আজকের হরতালের সমর্থনে চাঁদপুর জেলা হেফাজতে ইসলাম মিছিল ও সমাবেশ করেছে। রোববার সন্ধ্যায় শহরের ষোলঘর এলাকা থেকে মিছিলটি বের হয়ে বাস স্ট্যান্ড এলাকার ইলিশ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন ও সাধারণ সম্পাদক মাওঃ এসএম আনওয়ারুল করীম।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওঃ জুনায়েদ হাসান আকতার, সহ-সাধারণ সম্পাদক মুফতী আমিন উল্লা বিন নূরী, প্রচার সম্পাদক মাওঃ ওমর ফারুক, সহ-প্রচার সম্পাদক হোসাইন আহম্মেদ, মাওঃ নুরুল ইসলাম, সদস্য মাওঃ আনোয়ার আল নোমান।
বক্তারা কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের হরতালে সকলকে রাজপথে থেকে হরতাল করার আহ্বান জানান।