চাঁদপুর প্রতিনিধি: কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলের ডাকা ২ দিনের হরতালের প্রথম দিন সোমবার চাঁদপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে গাছ ও গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে পিকেটাররা।
ভোর থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা ও বাবুর হাট, চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কের কালী ভাংতি ও চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের গৃদকালিন্দিয়া এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে তারা।
ফলে সকাল সোয়া ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ এসে ব্যারিকেডগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল।
এছাড়া চাঁদপুরে হরতালের পক্ষে বিপক্ষে কোনো মিছিল হয়নি। রাস্তায় রিকশা, ভ্যানসহ ছোট ছোট যানবাহন চলাচল করলেও দূর পাল্লার বাস, লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার আমির জাফর জানান, যে কোনো ধরনের সহিংসতা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।