মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে বিচারের রায় ঠেকাতে জামায়াতের ডাকা হরতালে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক লোককে আটক করেছে পুলিশ।
এর মধ্যে রাজধানী থেকে আটক করা হয়েছে ২৭ জনকে।
ধানমণ্ডির সাত মসজিদ রোড থেকে ৫ জন, ধানমণ্ডি জিগাতলা থেকে ৫ জন, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় চিটাগং রোড থেকে ১ জন, ধানমণ্ডি-১৫ থেকে ৫ জন, মহাখালীর টিবি গেটের গলি থেকে ২ জন, কাঁচাবাজারসংলগ্ন এলাকা থেকে ২ জন ও টেলিভিশন ভবনের কাছ থেকে ২ জন, শাজাহানপুর থেকে ১ জন, রমনা থেকে ২ জন, মিরপুর-১৩ থেকে ২ জনকে আটক করা হয়েছে। এছাড়া গাজীপুর থেকে আটক করা হয়েছে ১২ জনকে।
এদিকে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। চাঁদপুর থেকে আটক করা হয়েছে ১৮ জনকে, চাপাইনবাবগঞ্জ থেকে ৩ জন ও ভোলা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া বরিশালসহ দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।