মিজান লিটন=
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে সারা দেশের ন্যায় চাঁদপুরেও ৬০ ঘণ্টার হরতাল পালিত হয়। ৩ দিনের এ হরতালে জেলার ৪টি উপজেলায় হরতালের পক্ষে ও বিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে চাঁদপুর পৌরসভার পুরাণবাজার এলাকায় বিএনপি আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আরজু ঢালী নামে ১ কিশোর শ্রমিক নিহত হয়।
এ ঘটনা ছাড়া ৩ দিনের হরতালে জেলার বেশ ক’টি স্থানে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। টানা হরতাল চলাকালীন সময়ে গাড়ি, দোকানপাট, পত্রিকা অফিস, বাড়িঘর ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। চাঁদপুর শহর এলাকায় পুরাণবাজার এলাকায় ঘটে দু’ দিনব্যাপী অপ্রীতিকর ঘটনা। এদিকে হরতাল চলাকালে সহিংস ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে ৯টি মামলা করে আর নিহত আরজুর বাবা বাদী হয়ে ১টি মামলা করে। পুলিশ বাদী হয়ে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, জনস্বার্থ বিঘœ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পরিবেশ আইনে মামলা করেছে। অপরদিকে নিহত আরজুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৪শ’/৫শ’ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
থানাভিত্তিক মামলাগুলো হচ্ছে ঃ চাঁদপুর সদরে পুলিশ বাদী হয়ে ৪টি এবং নিহত আরজুর পিতা ১টি, কচুয়া থানায় পুলিশ বাদী হয়ে ৩টি, শাহরাস্তি থানায় পুলিশ বাদী হয়ে ১টি ও মতলব দক্ষিণ থানায় পুলিশ বাদী হয়ে ১টি মামলা করে।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।