প্রতিনিধি
হরতালে নাশকতার মামলায় গতকাল বুধবার চাঁদপুরের আদালতে হাজিরা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কচুয়া উপজেলা বিএনপির সভাপতি আ.ন.ম এহছানুল হক মিলন। তিনি জি.আর মামলা নং- ১৯১/২০১৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শায়লা শারমিনের আদালতে হাজিরা দেন। কচুয়া উপজেলার শিমুলতলী তেগুরিয়া মোড়ে উপজেলা বিএনপির ডাকা হরতালে সংঘর্ষের ঘটনার মিলনকে ১নং আসামী করে জ্ঞাত ৭১ জন এবং অজ্ঞাত ৩/৪শ� ব্যক্তিকে ১৯/১০/২০১৩ তারিখে কচুয়া থানায় আসামী করে বিশেষ ক্ষমতা আইনের ১৬/২-এর ২৫(ঘ) ধারায় ষড়যন্ত্র, নাশকতা, ত্রাস, জনমনে আতঙ্ক, সশস্ত্র অবস্থায় দাঙ্গা, অবৈধ সমাবেশ ও মিছিল, সরকারি কাজে বাধা, ইটপাটকেল নিক্ষেপ, টেটা, বল্লম, বর্শা, শাবল ইত্যাদির ব্যবহার উল্লেখ করে এসআই বাতেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় হাজিরার তারিখ ছিলো গতকাল বুধবার। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এহছানুল হক মিলন দুপুরে চাঁদপুর আদালতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়ার পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান, অ্যাডঃ মাইনুল ইসলামসহ কচুয়ার নেতৃবৃন্দ।