মনিরুল ইসলাম মনির:আজ সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালের আগের দিন ঢাকাসহ সারাদেশে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সপ্তাহে অবরোধ ও একদিনের হরতালের পর আজকের কর্মসূচি নিয়েও দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি-জামায়াতসহ হরতাল আহ্বানকারীরা সর্বশক্তি দিয়ে হরতাল পালনের ঘোষণা দিয়েছে। হামলা-মামলা ও গ্রেফতারকে পাত্তা না দিয়ে রাজপথে থাকবে তারা। এদিকে হরতাল ঠেকাতে পুলিশ ও সরকারি দলের সশস্ত্র বাহিনীও মাঠে থাকবে। গতকাল বিকাল থেকেই ব্যাপক অ্যাকশনে রয়েছে পুলিশ। বিরোধী জোটের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে রাজধানীর কোথাও দাঁড়াতে দেয়নি পুলিশ। এ পরিস্থিতিতে রাজপথে আজও সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে আজকের ৮ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়েছে। এ
এদিকে চাঁদপুরে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে সহিংস ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। বিশেষ ক্ষমতা আইনে ও পুলিশের উপর আক্রমণ করার অভিযোগে মামলা দুটি করা হয়। গতকাল বুধবার সকালে এসআই আব্দুর রব ও এসআই প্রদীপ কুমার মজুমদার মামলাগুলো করেন। দুটি মামলায় ৭৬ জনের নাম প্রকাশ করা হয়। অজ্ঞাত আরো ৫শ’ নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।
হরতাল চলাকালে শহরে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনমনে আতঙ্ক, অগি্ন সংযোগ ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ এনে এসআই আব্দুর রব বিশেষ ৰমতা আইনের ১৬/২ ধারায় মামলা করেন। এ মামলার ৫০ জন আসামীর নাম প্রকাশ করে অজ্ঞাত আরো ৩শ’ জনকে আসামী করা হয়। আসামীরা হলো: জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সালাহউদ্দিন, মাসুদ পাটোয়ারী, ইব্রাহীম কাজী জুয়েল, শরীফ বকাউল, মাসুদ মাঝি, রাজু মাঝি, জনি, বাহার উদ্দিন বাহার, আনোয়ার হোসেন বাচ্চু, সালাহ উদ্দিন সর্দার, মহসীন মজুমদার লিটন, ফারুক বেপারী, মোঃ হুমায়ুন কবির সর্দার, জাহাঙ্গীর আলম, শারফিন, মাহবুব, হুমায়ুন কবির, মাসুদ রানা, মামুন বিলস্নাহ, কামরুল, শাহিন পাটোয়ারী, কাজী মোসত্দফা, আরেফিন, সোবহান মুন্সী, রবিউল, শরীফ হাওলাদার, দিদার বেপারী, বাহাদুর বেপারী, সোলেমান শেখ, জসিম মাল, হাবিব গাজী, গিয়াসউদ্দিন পাটোয়ারী, মমিন খান, মাহবুব গাজী, মামুন, বিল্লাল মিজি, আবুল বাশার মিজি, সাদ্দাম পাটোয়ারী, তাফাজ্জল পাটোয়ারী, আরিফ গাজী, দেলোয়ার মাস্টার, সুমন, নজরুল ইসলাম খান, মোক্তার খান, জিন্টু মাল, মিজান মাল, পলাশ কাজী ও আলমগীর হোসেন।
শহরের নতুনবাজারের কদমতলা এলাকায় হরতাল চলাকালে পুলিশের উপর আক্রমণের ঘটনায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রদীপ কুমার মজুমদার বাদী হয়ে আরো একটি মামলা করেন। ওই মামলায় ২৭ জনের নাম প্রকাশ করে অজ্ঞাত আড়াইশ জনকে আসামী করা হয়। আসামীরা হলো- শহর শিবিরের সেক্রেটারী শাখাওয়াত হোসেন, মাসুম খান, আহম্মদ খান, সাইফুল ইসলাম, ইব্রাহীম খলিল, জাহাঙ্গীর আলম, শারফিন, মাহবুব, হুমায়ুন কবির, মাসুদ রানা, মাসুম বিলস্নাহ, কামরুল, শাহিন পাটোয়ারী, ইমরান হোসেন, ফখরুল ইসলাম, জাফর খান, ডাঃ আশ্রাফ আলী, সাদ্দাম পাটোয়ারী, শুক্কুর মসত্দান, হাসিব, আবু আব্দুল্যাহ মোঃ হাসান, হিরণ মাঝি, আজিম মিয়া, আরিফ হোসেন খান, রেদোয়ান খান, ভুট্টু মুন্সি ও রফিকুল ইসলাম মিজিসহ অজ্ঞাত ব্যক্তিরা।