প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মোহাম্মদ আলী মোল্লার মেয়ে হরিণা চালিতাতলী অ্যাডওয়ার্ড ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণি পড়–য়া ছাত্রী অপহরণের পর উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানাযায়, স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময় অপহরণকারী হানিফ গাজীর ছেলে ফারুক গাজী ও তার বন্ধু মিছির মোল্লার ছেলে মাসুদ মোল্লা রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রেমের ও কু-প্রস্তাব দিয়ে তাকে উত্ত্যপ্ত করে। ঘটনাটি জানতে পেরে তার পরিবারটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অপহরণকারী অভিভাবকদের জানায়। স্কুল ছাত্রী ঘটনার দিন সকালে স্কুলে গিয়ে প্রথম ঘন্টা শেষে তার পেটের ব্যাথ্যা শুরু হলে শিক্ষকের অনুমতি নিয়ে তার ছোট বোন স্কুল পড়ুয়া নারগিসকে জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ১৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১ টায় ফারুক গাজীর বন্ধু গোবিন্দিয়ার মাসুদ মোল্লার বাড়ির সামনের রাস্তার উপর থেকে জোড়পূর্বক অজ্ঞাত স্থানে সিএনজিযোগে নিয়ে যায়। ঘটনার পরপরই স্কুল ছাত্রীকে সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তার বাবা মোহাম্মদ আলী বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ৩ এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৯। মামলা তদন্তকারী কর্মকর্তা এবিএম কিবরিয়া জানায়, অপহরণের পর অপহৃতা স্কুল ছাত্রীকে বাগাদী চৌরাস্তা এলাকা থেকে অপরহণকারী ফারুক গাজীর মামার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কিন্তু আসামীর কাউকে আটক করা সম্ভব হয় নি।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।