স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনায় ঘন কুয়াশায় থাকায় জাহাজের সাথে যাত্রীবাহি রবিন-১ ট্রলার ঢ্রাকায় প্রায় ২০ জন নিখোজ আহত হয়েছে ৬ জন।
জানাযায় আজ ২৬ জানুয়ারী সকাল ৯ টায় ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলার রবিন-১ মেঘনা নদীর মিয়ার বাজার সংলগ্নে মেঘনায় ঈশানবালা যাওয়ার পথে জাহাজের ঢ্রাকায় পানিতে তলিয়ে যায় । উদ্ধারকৃত যাত্রীদের জানান প্রায় ৫০/৬০ জন যাত্রী নিয়ে ঈশানবালা উদ্দেশে যাত্রা করেন। পিছনে থাকা রবিন -২ ও মেঘনার জেলেরা প্রায় ৩০/৩৫ জন যাত্রী উদ্ধার করে এদের মধ্যে আহত অবস্থায় ৬ জন কে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আহতার হলেন আঃ করিম মাষ্টার, শেফালী, সুমন, শাহআলম, মনির হোসাইন, শামছুর নাহার। দুঘটনার সংবাদ পেয়ে দূর্যোগ ও ত্রান মন্ত্রি মোফাজ্জল হোসেন (মায়)চৌধুরী, চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, এডিসি লুৎফুর রহমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল, অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন কালে দূর্যোগ ও ত্রান মন্ত্রি মোফাজ্জেল হোসেন মায়া আহতদের শান্তনা দিয়ে বলেন বর্তমান সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা থাকেবে। তিনি আরও বলেন আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে চিকিৎসার জন্য প্রদান করা হবে। ঘটনাস্থলে চাঁদপুর ফায়ার সার্ভিস ও নৌপুলিশের উদ্ধার কাজ চলছে।